সিঁদুরে মেঘ: ভোটের আগে রাস্তা নিয়ে ক্ষোভ তৃণমূল বিধায়কের

0
1

বিধানসভা নির্বাচনের আর বেশিদিন সময় বাকি নেই। রাজ্যের শাসকদলের কাঁধে নিঃশ্বাস ফেলছে গেরুয়া শিবির। তার উপর নিত্যনৈমিত্তিক দল বদলের ঘটনা। বিভিন্ন সময়ে দেখা যাচ্ছে তৃণমূলের (Tmc) বহু নেতার গলায় ভিন্নসুর। এবার আবার বেসুরো উত্তরপাড়া বিধানসভা (Uttarpara) কেন্দ্রের তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষাল (Prabir Ghoshal)। এর আগেও বিধায়কের মুখে শোনা গিয়েছিল দলের বিরুদ্ধে বিভিন্ন ক্ষোভের কথা। এবার আবার বেসুরো বিধায়ক প্রবীর ঘোষাল। এদিন কোন্নগরে (Kannogar) তিনি বলেন, গত লোকসভা ভোটে হুগলির ফলাফল তৃণমূলের পক্ষে খারাপ হয়েছিল। বিভিন্ন বিধানসভার শহরাঞ্চল ও গ্রামাঞ্চলে তৃণমূলের ভোট কমেছে অনেকটা। নতুন সংগঠন গঠন নিয়ে বিধায়ক প্রবীর ঘোষাল সন্দেহ প্রকাশ করে বলেন নতুন কমিটি (Committee) গঠন হয়েছে ঠিকই কিন্তু তা কতটা ফলপ্রসূ হয়েছে আগামী বিধানসভা ভোটে বোঝা যাবে।

দলের আর সরকারের এখনো যে বেশকিছু ত্রুটি বিচ্যুতি রয়ে গিয়েছে তা নিজের মুখেই স্বীকার করে নিয়ে তৃণমূল বিধায়ক বলেন, “রাজ্য সরকার অনেক উন্নয়ন করেছে, কিন্তু আমার উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের দুটি পঞ্চায়েতের উপর দিয়ে একটি গুরুত্বপূর্ণ রাস্তা বিভিন্ন অজুহাতে দীর্ঘদিন ধরে বেহাল”।আর সেই রাস্তা যে কোন্নগরের বেহাল নৈটি রোড সেটা অবশ্য এদিন কারো বুঝতে অসুবিধা হয়নি।

বিধায়ক আরো বলেন, এই রাস্তা নিয়ে মানুষের ব্যাপক ক্ষোভ রয়েছে মানুষ বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে জানিয়েছে কিন্তু একেকটা দফতর একএক রকম কথা বলছে। উন্নয়নের বেশ কিছু জায়গায় যে ঘাটতি রয়েছে শুধু উত্তরপাড়ায় নয় সেটা বিভিন্ন জায়গায় তা স্বীকার করে নিয়েছেন বিধায়ক প্রবীর ঘোষাল।
আগামী বিধানসভা নির্বাচনে খুব কঠিন লড়াই হতে চলেছে বলে মত বিধায়কের।

আরও পড়ুন-সবাই নিতে পারবেন না করোনা টিকা, কারা কারা পারবেন জেনে নিন

Advt