ভোট বড় বালাই৷
বিজেপির শাসনকালের অন্যান্য বছরে এতখানি তৎপরতা দেখা যায়নি৷ এ বছর বাংলার বিধানসভা ভোটের মুখে নেতাজি সুভাষচন্দ্র বসুর( Netaji Subhas) জন্মবার্ষিকী জাঁকজমকের সঙ্গে পালন করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার ( Govt of India)৷ এই লক্ষ্যে ইতিমধ্যেই উচ্চ পর্যায়ের কমিটিও গঠন করেছে কেন্দ্র ৷ পাশাপাশি একঝাঁক কর্মসূচি নিয়ে ফেলেছে মোদি সরকার।
◾দেশের যেসব শহর বা গ্রামে নেতাজির স্মৃতি, কর্মযজ্ঞ এবং সামাজিক তথা রাজনৈতিক কর্মসূচি ছড়িয়ে রয়েছে,সেগুলিকে বেছে নেওয়া হবে।
◾কলকাতা থেকে কটক, মণিপুর থেকে আন্দামান অথবা গোমো, দেশজুড়ে ছড়ানো নেতাজির এ ধরনের কর্মভূমিকে নিয়ে কেন্দ্র তৈরি করছে ‘নেতাজি সার্কিট’।
◼তৈরি হবে একাধিক মিউজিয়ম এবং প্রদর্শনীস্থল।
◾মণিপুরের মৈরাং এলাকায় যেখানে নেতাজির আজাদ হিন্দ বাহিনী ঢুকে প্রথম ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেছিলো, সেই এলাকাকে নেতাজি সার্কিটের অঙ্গ হিসেবে তুলে ধরা হচ্ছে।
◾মৈরাং-এর প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে থাকা জমি অধিগ্রহণ করবে সরকার। সেখানে নেতাজি-কেন্দ্র গড়ে তোলা হবে।
◾কটকে নেতাজির জন্মস্থান ও জানকীনাথ বসুর বাসভবন ও সংলগ্ন এলাকাকে কেন্দ্র করে গঠন করা হবে নেতাজি কেন্দ্র।
◾ভিক্টোরিয়া মেমোরিয়ালে চিত্র প্রদর্শনী থেকে নেতাজির স্মৃতি বিজড়িত উপকরণও প্রদর্শন করা হবে।
◾নেতাজি-জীবনে গুরুত্বপূর্ণ গোমো স্টেশন সাজানো হবে।
১৯৪৩ সালে আন্দামানে গিয়েছিলেন নেতাজি। সেখানেই তৈরি হবে আজাদ হিন্দ বাহিনীর মিউজিয়ম।