দেশব্যাপী ভয়াবহ করোনা পরিস্থিতিতে(corona situation) বুক চিতিয়ে সামনে থেকে লড়াই করে গিয়েছেন তারা। তাদের দায়িত্ব ও কর্তব্য পালনের ভূমিকায় প্রশংসাই যথেষ্ট নয়। অবশেষে স্বাস্থ্যকর্মীদের(health worker) স্বীকৃতি দিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইচ্ছায় এদিন রাজ্য পুরমন্ত্রী ফিরহাদ হাকিম(firhad Hakim) ঘোষণা করে দিলেন স্বাস্থ্য কর্মীদের ভাতা বৃদ্ধির বিষয়টি।

রাজ্যের পুরমন্ত্রকের তরফে এদিন জানিয়ে দেওয়া হয়েছে, স্বাস্থ্য কর্মীদের ভাতা ৩১২৫ টাকা থেকে বাড়িয়ে সাড়ে ৪ হাজার টাকা করা হচ্ছে। পাশাপাশি ফার্স্ট টিয়ার সুপার ভাইজারদের ভাতা ৩ হাজার ৩৩৮ টাকা থেকে বাড়িয়ে সাড়ে ৬ হাজার টাকা করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। দুটি ক্ষেত্রেই যথাক্রমে ৪৪ থেকে ৯৫ শতাংশ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। এছাড়াও এককালীন ৩ লাখ টাকা টার্মিনাল বেনেফিট হিসাবে দেওয়ার কথা ঘোষণাও করা হয়েছে উভয় ক্ষেত্রে।
আরও পড়ুন:বিধানসভা ভোটের জনমত সমীক্ষার ফলাফল কেন সম্প্রচার করল না চ্যানেল ?
সূত্রের খবর ইতিমধ্যে অর্থমন্ত্রক এই ভাতা বৃদ্ধির সুপারিশ মঞ্জুর করেছে। করোনা পরিস্থিতি সামাল দিতে রাজ্য স্বাস্থ্য কর্মীদের অবদান স্বীকার করে এক টুইটে ফিরহাদ হাকিম লেখেন, কোভিডের মহামারী সারা বিশ্বকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে স্বাস্থ্য কর্মীদের লড়াই কতটা গুরুত্বপূর্ণ । প্রতিদিন প্রতি মুহূর্তে তাঁরা লড়াই করে গিয়েছেন।


































































































































