রাজ্য চাইলেই খুলবে স্কুল৷
তবে তারিখ ঠিক করবে রাজ্য সরকার৷
রাজ্যের ISCE স্কুলগুলির সর্বভারতীয় নিয়ামক সংস্থা, CISCE-র মুখ্য কার্যনির্বাহী এবং সচিব জেরি আরাথুন ( jerry arathun) এক বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছেন। ২০২১ সালে ছাত্ররা দশম এবং দ্বাদশের বোর্ড পরীক্ষায় বসবে, এমন স্কুলগুলির অধ্যক্ষদের জেরি আরাথুন বলেছেন, এবার ধীরে ধীরে স্কুল খুলতে পারেন। তবে, অবশ্যই যদি রাজ্য সরকারের অনুমতি থাকে। অনুমতি পাওয়া গেলে স্বাস্থ্যবিধি মেনে স্কুলে পড়ুয়াদের আসতে দেওয়া যেতে পারে৷ স্কুল খুললে প্রজেক্ট জমা নেওয়া এবং সিলেবাস নিয়ে তৈরি ধন্দ কাটানোর জন্য ক্লাসও করাতে হবে।
আরও পড়ুন:নামের আগে শ্রীমতি দেখে চটলেন বৈশাখী! গোঁসা শোভনেরও
ওদিকে, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস ( Mahua Das) বলেছেন, উচ্চ মাধ্যমিকে সংক্ষেপিত সিলেবাসের ভিত্তিতে কীভাবে প্র্যাকটিক্যাল পরীক্ষা নিতে হবে, তার রূপরেখা জানুয়ারিতেই ঘোষণা করা হবে৷