বিধানসভা ভোটের আগে রাজ্যে পুরভোট নয়, হতে পারে জুলাইয়ে

0
2

মার্চ মাসে রাজ্যে পুরভোটের করানোর পরিকল্পনা বাতিল করে দিলো রাজ্য সরকার৷

বিধানসভা ভোটের (WB assembly election) আগে বাংলায় বকেয়া পুরভোট (Municipal election) হচ্ছে না৷ এই ভোট হতে পারে আগামী জুলাই মাসে অথবা তার পরে৷
রাজ সরকারের সিদ্ধান্ত, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর কলকাতা, হাওড়া, বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন-সহ শতাধিক পুরসভার ভোট হবে৷ নতুন সরকার মোটামুটি মে মাস নাগাদ শপথ নেবে৷ এরপর পুরভোটের প্রস্তুতি দ্রুততার সঙ্গে নিলেও প্রশাসনিক মহলের বক্তব্য, কোনও অবস্থাতেই তা জুলাইয়ের আগে সম্ভব নয়।
কেন্দ্রীয় নির্বাচন কমিশন এ রাজ্যের বিধানসভা নির্বাচন এগিয়ে আনার ইঙ্গিত দিয়েছে৷ এর পরই প্রশাসন স্থির করেছে মার্চে পুরভোট করা সম্ভব নয়৷ এ কথা জানিয়ে দিয়েছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেছেন, “বিধানসভা নির্বাচনের আগে পুরভোট হওয়ার কোনও আশা নেই৷ বিধানসভা নির্বাচন মিটলে পুরভোট হতে পারে জুলাইয়ে।” পুরমন্ত্রী জানিয়েছেন, “নির্বাচন কমিশনার মার্চে বিধানসভা নির্বাচনের ইঙ্গিত দেওয়ায় ওই সময় পুরভোট করানো সম্ভব নয়। কারণ, ফেব্রুয়ারিতে ভোট ঘোষণা হলেই প্রশাসন চলে যাবে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে। তা ছাড়া রাজ্য নির্বাচন কমিশন ভোটকর্মীও পাবে না। তাই মার্চে পুর নির্বাচন করানোর পরিকল্পনা বাতিল করতে হয়েছে।

২০২০-র মাঝামাঝি রাজ্যের ১১২টি পুরসভার পুরবোর্ডের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। এসব পুরসভায় রাজ্য প্রশাসক বসিয়ে কাজ চালাচ্ছে৷ কলকাতা পুরসভা-সহ অধিকাংশ জায়গায় বিদায়ী পুরবোর্ডের প্রধানকেই মুখ্য প্রশাসকের চেয়ারে বসানো হয়েছে। এপ্রিলে ভোট করানোর তোড়জোড় শুরু হলেও করোনা পরিস্থিতির জেরে তা বাতিল হয়৷

এদিকে রাজ্যে পুরভোটের দাবিতে হাইকোর্টের পর সুপ্রিম কোর্টেও মামলা হয়েছে৷ শীর্ষ আদালতে এখনও মামলা চলছে৷
শীর্ষ আদালত জানিয়েছিলো, নির্বাচন না করালে সরকারের বসানো প্রশাসক সরিয়ে আদালত নিজেই প্রশাসক বসাবে। আদালতের এই নির্দেশের পর মার্চে পুরভোট করাতে উদ্যোগী হয় সরকার।
কিন্তু বিধানসভা ভোট এগিয়ে আসার সম্ভাবনা দেখা দেওয়ায় রাজ্যে পুরভোট আগামী জুলাইয়ের আগে সম্ভাবনা কম।

আরও পড়ুন-শনিবার সকালে দিল্লি উড়ে যাচ্ছেন শতাব্দী, বিজেপি যোগের জল্পনা তুঙ্গে

Advt