স্বামীর (Husband) গলায় কুকুরের বেল্ট (leash) পরালেন স্ত্রী (Wife)! এমন ঘটনা কখনও শুনেছেন? এখানেই শেষ নয়, একেবারে সারমেয় পোষ্যদের মত করেই টানতে টানতে নিয়ে চললেন রাস্তা দিয়ে। অমানবিক এমনই একটি ভিডিও স্যোশাল নেটওয়ার্কে ভাইরাল হতেই হতবাক নেটিজেনরা। কিন্তু কেন এমন করলেন ওই মহিলা?

জানা গিয়েছে, করোনা আবহে বিশ্বের অনেক দেশের মত কানাডাতেও (Canada) এখন নতুন করে চলছে লকডাউন (Lockdown)। রাস্তায় বের হওয়ায় রয়েছে নিষেধাজ্ঞা। তবে সরকারের গাইডলাইন অনুযায়ী, পোষ্যকে নিয়ে ঘুরতে বের হওয়া যেতেই পারে। অথবা একান্ত প্রয়োজনীয় কাজেও বাইরে যাওয়া যেতে পারে। এই নির্দেশিকার সুযোগ নিয়েই স্বামীর গলায় কুকুরের বেল্ট বেঁধে ঘুরতে বের হলেন মহিলা। এমন খবরে চাঞ্চল্যও ছড়িয়েছে।
খবর যায় পুলিশের কাছে। তড়িঘড়ি মহিলাকে জরিমানা করার দেওয়ার নির্দেশ দিয়েছে সরকার। পুলিশি জিজ্ঞাসাবাদে ওই মহিলা জানিয়েছেন, পোষ্য নিয়ে বাইরে বের হওয়ার ক্ষেত্রে কোনও নিষেধাজ্ঞা নেই। আমি সেই গাইডলাইনই মেনেছি এবং পোষ্য কুকুরকে নিয়ে ঘুরতে বেড়িয়েছি।
আরও পড়ুন:এক ধাক্কায় পারদ নামল তিন ডিগ্রি, মহানগরে ঠান্ডা থাকবে আরও কয়েকদিন
স্বামী কখনও পোষ্য হতে পারে না। তাই নিয়ম লঙ্ঘনের অপরাধে ওই মহিলা এবং তাঁর স্বামীকে জরিমানা করা হয়েছে। অন্যদিকে, মহিলার এই আচরণ নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে সোশাল মিডিয়ায়। কেউ কেউ আবার মজার ছলে লিখেছেন, জুটিতে লুটি!


































































































































