ব্রেকফাস্ট স্পোর্টস

0
1

১) শুক্রবার চতুর্থ টেস্টে নামছে ভারতীয় দল। চতুর্থ টেস্টে দল ভাল প‍্যারফমেন্স করবে, আশাবাদী বিক্রি রাঠৌর।

২) আইএসএলে দ্বিতীয় লেগে কেরলা ব্লাস্টর্সের বিরুদ্ধে নামছে এসসি ইস্টবেঙ্গল। কেরল ম‍্যাচে জয় চাইছেন রবি ফাউলার।

৩) আইএসএলে রবিবার এফসি গোয়ার প্রতিপক্ষ এটিকে মোহনবাগান। জয়ে ফিরতে মরি বাগান ব্রিগেড।

৪) আইলিগে দ্বিতীয় ম‍্যাচে ড্র করল মহামেডান স্পোর্টিং। চার্চিলের বিরুদ্ধে গোলের দরজা খুলতে ব‍্যর্থ হয় সাদা-কালো ব্রিগেড।

৫) মুস্তাক আলিতে জয়ের হ‍্যাটট্রিক বাংলার। হায়দরাবাদকে ৬ উইকেটে হারাল অনুষ্টুপ মজুমদারের দল।

আরও পড়ুন:ব্রেকফাস্ট নিউজ

Advt