‘বাংলা মোদের গর্ব’ শীর্ষক মেলা শুরু শিলিগুড়িতে

0
1

শুক্রবার থেকে শিলিগুড়ির বাঘা যতীন পার্কে শুরু হল “বাংলা মোদের গর্ব” শীর্ষক মেলা। ১৭ই জানুয়ারি অবধি বিকেল ৪ টা থেকে শুরু করে রাত ৯ টা পর্যন্ত চলবে এই মেলা।

পশ্চিমবঙ্গের তথ্য ও সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে এই মেলার আয়োজন করা হয়েছে। তিনদিন ধরে এই মেলা চলবে। রাজ্য জুড়েই এই মেলা চলছে। রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মসূচিকে সকলের সামনে সুন্দরভাবে তুলে ধরতে এই মেলার আয়োজন করা হয়েছে। শহরে এবং শহরের বাইরে থেকেও ব্যবসায়ীরা এসেছেন এই মেলায় এবং বিভিন্ন স্টল দিয়েছেন তারা। এ ছাড়া রয়েছে রাজ্য সরকারের বিভিন্ন কাজ, কর্মসূচি যেমন ঐক্যশ্রী, পাড়ায় সমাধান, স্বাস্থ্যসাথী, রূপশ্রী, কন্যাশ্রী , শিক্ষাশ্রী কর্মসূচি ইত্যাদি।

দার্জিলিং জেলার বিভিন্ন অঞ্চল, ব্লক, বিভাগ থেকে মানুষেরা তাদের স্টল দিয়েছেন। মেলায় পশ্চিমবঙ্গের লোকসংস্কৃতি ও নাগরিক সংস্কৃতির সমন্বয়ে জেলার প্রথিত শিল্পী ও কলকাতার শিল্পীরা তিনদিন ধরে বিকেল ৪ টা থেকে রাত ৯ টা অবধি নানা অনুষ্ঠান পরিবেশন করবেন।

আরও পড়ুন- তৃণমূল-বিজেপিকে পরাস্ত করতে কংগ্রেসকে ১০০ আসন ছাড়তে পারে আলিমুদ্দিন

Advt