ফের ধ্বস শেয়ারবাজারে, ৫৪৯ পয়েন্ট নামল সেনসেক্সের সূচক

0
1

?সেনসেক্স ৪৯,০৩৪.৬৭ (⬆️ -১.১১%)

?নিফটি ১৪,৪৩৩.৭০ (⬆️ -১.১১%)

একটানা রেকর্ড বৃদ্ধির পর গত বুধবারই পতনের ইঙ্গিত দিয়েছিল শেয়ার বাজার। অবশেষে শুক্রবার কার্যত নামল শেয়ারবাজার। এদিন এক ধাক্কায় ৫৪৯ পয়েন্ট নেমে গিয়েছে সেনসেক্সের সূচক। যা নিশ্চিত ভাবেই বিনিয়োগকারীদের জন্য দুঃখের খবর। এদিনের বাজার রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) -৫৪৯.৪৯ পয়েন্ট বা -১.১১ শতাংশ নেমে দাঁড়িয়েছে ৪৯,০৩৪.৬৭। এনএসই নিফটি (NSE Nifty) -১৬১.৯০ পয়েন্ট বা -১.১১ শতাংশ নেমে হয়েছে ১৪,৪৩৩.৭০। স্বাভাবিকভাবেই এক ধাক্কায় এতোখানি পতন ঘটায় মাথায় হাত বিনিয়োগকারীদের।

আরও পড়ুন:সিঁদুরে মেঘ: ভোটের আগে রাস্তা নিয়ে ক্ষোভ তৃণমূল বিধায়কের

প্রসঙ্গত, সেনসেক্স, সংবেদনশীলতার সূচক হিসাবেও পরিচিত। এটি বিএসই লিমিটেডের মাপকাঠি সূচক এবং ভারতের সর্বাধিক বহুল ট্র্যাকড ইক্যুইটি গেজ।

Advt