ফেব্রুয়ারিতেই রাজ্যে ভোটের দিন ঘোষণা হতে পারে, নির্বাচন কমিশন তৈরি

0
3

ফেব্রুয়ারির মাঝামাঝি রাজ্যে বিধানসভা ভোটের(WB assembly election) দিন ঘোষণা হওয়ার সম্ভাবনা প্রবল।

সূত্রের খবর, এমনই সিদ্ধান্ত চূড়ান্ত করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (election commission)৷ নির্বাচন কমিশন সূত্রে আরও খবর, আগামী সপ্তাহেই রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ ৷ ১৮ থেকে ২২ শে জানুয়ারির মধ্যে যে কোনও দিন রাজ্যে আসতে পারে কমিশনের ফুল বেঞ্চ। এর পরই জল্পনা তৈরি হয়েছে, তাহলে কি ফেব্রুয়ারির (february) মাঝামাঝি রাজ্যে বিধানসভা ভোটের দিন ঘোষণার হবে? এমন সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না কমিশনের আধিকারিকরা।

আরও পড়ুন:কয়লা পাচারকাণ্ড: লালার বাড়িতে প্রোক্লেম অফেন্ডার নোটিশ সাঁটালো CBI

প্রথানুযায়ী, কমিশনের ফুল বেঞ্চ আসা মানেই কার্যত বিধানসভা ভোটের প্রস্তুতি চূড়ান্ত হয়ে যাওয়া। সেক্ষেত্রে আগামী সপ্তাহেই রাজ্যে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ এলে অন্তত ফেব্রুয়ারির মাঝামাঝি ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে যেতে পারে বলে মনে করছে নির্বাচন কমিশনের আধিকারিকরা।

Advt