সুপ্রিম কোর্ট গঠিত কমিটি থেকে সরলেন ভূপেন্দ্র সিং মান, কৃষক আন্দোলনে প্রশ্নচিহ্ন

0
3

দিল্লি-সীমান্তে দীর্ঘদিন ধরে চলা কৃষক আন্দোলনের সমাধানে সুপ্রিম কোর্ট (supreme court) ৪ সদস্যের কমিটি (committee) গঠন করেছে৷ এই কমিটিকেই সব পক্ষের সঙ্গে কথা বলে সমাধানের হদিশ করার দায়িত্ব দেওয়া হয়েছে৷

সেই কমিটি থেকে বৃহস্পতিবার নিজেকে সরিয়ে নিলেন (resign) ভারতীয় কিসান ইউনিয়নের সভাপতি ভূপেন্দ্র সিং মান (Bhupendra Singh Mann) চৌধুরি চরণ সিং প্রতিষ্ঠিত কৃষকদের অরাজনৈতিক সংগঠন ভারতীয় কিসান ইউনিয়নের বর্তমান প্রধান তিনিই৷ সুপ্রিম কোর্ট ৪ সদস্যের কমিটিতে এই সংগঠনেরই বর্তমান প্রধান ভূপেন্দ্রকে রেখেছিল৷ এদিন ভূপেন্দ্র এক বিবৃতিতে জানিয়েছেন, কৃষক স্বার্থের সঙ্গে সমঝোতা করা তাঁর পক্ষে সম্ভব নয়৷ তাই তিনি ৪ সদস্যের ওই কমিটি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। বলেছেন, ‘‘আমি নিজে একজন কৃষক ও কৃষক ইউনিয়নের নেতা। কৃষকদের আবেগের সঙ্গে এই মুহুর্তে সারা দেশের মানুষের আবেগ জড়িয়ে আছে। দেশের কৃষকদের স্বার্থে আমি যে কোনও পদ আমি ছাড়তে পারি। তাই আমি কমিটি থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি।’’

শীর্ষ আদালত গঠিত কমিটি থেকে এক সদস্য এভাবে সরে যাওয়ায় কমিটি নিয়েই তৈরি হল প্রশ্নচিহ্ন।

আরও পড়ুন- ফোনে আড়িপাতা হচ্ছে! রাজ্যের বিরুদ্ধে অভিযোগ শোভনের

Advt