আগামী সপ্তাহে হাসপাতালে ভর্তি হতে পারেন সৌরভ, বসাতে চলেছেন বাকি দুটি স্টেন্ট

0
2

আগামী সপ্তাহে ফের একবার হাসপাতালে ভর্তি হতে পারেন বিসিসিআই প্রেসিডেন্ট ( Bcci president )সৌরভ গঙ্গোপাধ্যায় ( Sourav ganguly)। পরিবার সূত্রে এমনটাই খবর। পরিবার সূত্রে খবর, বাকি দুটো স্টেন্ট বসাতে ফের একবার হাসপাতালে ভর্তি হবেন মহারাজ।

গত ৭ ই জানুয়ারি হাসপাতাল থেকে ছাড়া পান সৌরভ গঙ্গোপাধ্যায়। আপাতত বাড়িতে বিশ্রামে রয়েছেন তিনি। বুধবার মহারাজকে দেখতে যান সিপিআইএম নেতা অশোক ভট্টাচার্য (Ashok Bhattacharya) ।

সোশ্যাল মিডিয়ায় মহারাজের সঙ্গে একটি ছবিও পোস্ট করেন তিনি। এরপাশাপাশি তিনি লেখেন, ” সৌরভ ওর ডাক্তারের সঙ্গে কথা বলছে। তারপরই হাসপাতালে ভর্তি হয়ে বাকি দুটো স্টেন্ট বসানোর সিদ্ধান্ত নেবে।” পরিবার সূত্রে খবর, সুস্থ আছেন মহারাজ। ডাক্তারেয পরামর্শ মেনেই খাওয়া দাওয়া করছেন তিনি।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

Advt