টেস্ট থেকে ছিটকে গেলেন পুকোভস্কি, চতুর্থ টেস্টে নাভার আগে সর্তক লায়ন

0
3

চতুর্থ টেস্টের( 4th test) আগে সুখবর ভারতীয় দলে ( india team)। চোটের কারণে চতুর্থ টেস্ট থেকে ছিটকে গেলেন অস্ট্রেলিয়া ব‍্যাটসম‍্যান উইল পুকোভস্কি ( will pucovski) । তাঁর জায়গায় দলে এলেন মার্কাস হ‍্যারিস ( marcus harris) ।

সিডনি টেস্টে রান পেয়েছিলেন পুকোভস্কি। তাঁর দল থেকে ছিটকে জাওয়ায় চিন্তার ভাঁজ অজি অধিনায়ক টিম পেনের ( Tim Paine)। শুক্রবার ওয়ার্নারের সঙ্গে ওপেন করতে নামবে হ‍্যারিস।

এদিকে চতুর্থ টেস্টের নামার আগে সর্তক অস্ট্রেলিয়া বোলার নেথান লায়ান ( Nathan Lyon)
। ভারতীয় দলে একঝাঁক অভিজ্ঞ ক্রিকেটার না থাকলেও, চতুর্থ টেস্টে ভারতকে হালকা ভাবে নিতে নারাজ লায়ান।

এদিন সাংবাদিক সম্মেলনে লায়ন বলেন, “চতুর্থ টেস্টে একেবারেই বলা যায় না আমরা ভাল জায়গায় আছি। ভারতীয় দলে প্রথম দলের দুই ক্রিকেটার না থাকলেও, ভারতীয় দলের গভীরতা সম্পর্কে আমারা সবাই জানি। ভারতীয় দলে প্রতিভার কোন অভাব নেই।”

আরও পড়ুন:আগামী সপ্তাহে হাসপাতালে ভর্তি হতে পারেন সৌরভ, বসাতে চলেছেন বাকি দুটি স্টেন্ট

Advt