অশ্বিনই পারেন ৮০০ রেকর্ড ভাঙতে, বললেন মুরলী

0
1

৮০০ উইকেটের রেকর্ড ভাঙতে পারেন একমাত্র আর অশ্বিন ( r ashwin) । এমনটাই মনে করছেন স্বয়ং ৮০০ উইকেটের শিকারী মুথাইয়া মুরলীধরন (muthayya muraleedharan) । এদিন এক সংবাদ মাধ‍্যমকে এমনটাই জানালেন শ্রীলঙ্কার এই প্রাক্তন ক্রিকেটার।

প্রাক্তন অফস্পিনার এদিন সাংবাদ মাধ‍্যমকে বলেন, “৮০০ উইকেটের রেকর্ড ভাঙতে পারেন আর অশ্বিন। অশ্বিনের সামনে সুযোগ রয়েছে। ও খুব ভাল বোলার। এখন যারা খেলছেন, তাদের মধ‍্যে অশ্বিন এই রেকর্ড ভাঙতে পারে বলে আমি মনে করি। সবাই ভাল খেলছে, কিন্তু ওর ধারাবাহিকতা বেশি। অস্ট্রেলিয়ার বোলার নেথান লায়ন ও ভাল বোলার। তবে ৮০০ রেকর্ড ভাঙতে পারে বলে আমি মনে করি না। ”

এই মুহূর্তে ৩৭৭ টি টেস্ট উইকেট রয়েছে অশ্বিনের। লায়নের আপাতত সংগ্রহ ৩৯৬ টি উইকেট। অশ্বিনের থেকে বেশি ম‍্যাচ খেলে ৩৯৬ টি উইকেট নেন তিনি। লায়ন খেলেছেন ৯৯ টেস্ট। অশ্বিন খেলেছেন ৭৪ টি টেস্ট।

আরও পড়ুন:টেস্ট থেকে ছিটকে গেলেন পুকোভস্কি, চতুর্থ টেস্টে নাভার আগে সর্তক লায়ন

Advt