কেরলের বিরুদ্ধে তিন পয়েন্ট চাইছেন ফাউলার

0
2

শুক্রবার আইএসএলে( isl) দ্বিতীয় লেগের ম‍্যাচে খেলতে নিমছে এসসি ইস্টবেঙ্গল( sc east bengal)। প্রতিপক্ষ কেরলা ব্লাস্টার্স ( kerala blasters) । কেরলের বিরুদ্ধে জয়ের ধারা ধরে রাখতে মরিয়া লাল-হলুদ কোচ রবি ফাউলার( Robbie Fowler) ।

প্রথম লেগে করেলের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করেছিল ইস্টবেঙ্গল। তবে দ্বিতীয় ম‍্যাচে পুরো তিন পয়েন্ট চাইছেন ফাউলার। শেষ পাঁচ ম‍্যাচে একটিতেও হারের মুখ দেখেনি লাল-হলুদ ব্রিগেড। দলে ব্রাইট যোগ দেওয়ায় ঘুরে দাড়িয়েছে লাল-হলুদের আক্রমণ ভাগ। এদিন সাংবাদিক সম্মেলনে সে কথা স্বীকার করে নেন ফাউলার। এদিন তিনি বলেন,” ব্রাইট দলে অাশায় দলের চেহারা অনেক বদলেছে। খেলা অনেক পরিবর্তন হয়েছে। ”

শেষ ম‍্যাচে বেঙ্গালুরু এফসিকে হারিয়ে বেশ চার্জডআপ লাল-হলুদ শিবির। কেরলের বিরুদ্ধেও তিন পয়েন্ট চাইছে ইস্টবেঙ্গল। চোটের কারণে শেষ ম‍্যাচে মাঠে নামেননি পিলকিন্টন। শুক্রবার তিনি ম‍্যাচে নামবেন কি না তা পরিষ্কার করেননি ফাউলার। তবে কেরলের বিরুদ্ধে নিজের দল নিয়ে আশাবাদী তিনি।

আরও পড়ুন:ঘোষণা করা হল না ভারতের প্রথম একাদশ

Advt