*ভস্মীভূত বাগবাজার হাজারি বস্তিতে নমুনা সংগ্রহে ফরেন্সিক টিম*

0
1

বুধবার সন্ধ্যায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে (Fire) ভস্মীভূত হয়ে গিয়েছে উত্তর কলকাতার বাগবাজারের (Bagbazar) হাজারি বস্তি। কয়েকশো বাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। আজ, বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শনে ফরেন্সিক টিম (Forensic Team)। অগ্নিকাণ্ডের উৎস খুঁজতে সংগ্রহ করা হবে নমুনা।

প্রায় দেড়শো পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানা যাচ্ছে। এদিন সকালে এলাকায় গিয়েছেন বিধায়ক (MLA) শশী পাঁজাও (Shashi Panja)। তিনি ত্রাণ ও পুনর্বাসনের কাজ যত দ্রুত সম্ভব শুরু করার কথা জানিয়েছেন। দুর্গতদের কাছ থেকে ক্ষয়ক্ষতির কথা শুনছেন। আশ্বাস দিয়েছেন ক্ষতিপূরণেরও।

এদিকে, রাতভোর বাসিন্দাদের ভস্মীভূত বাড়িগুলি থেকে শেষ সম্বল খুঁজে বের করার চেষ্টা চালানোর চিত্র ধরা পড়েছে। এলাকায় জনপ্রতিনিধিদের কাছে নিজেদের দাবি-দাওয়া জানানোর পর আশ্বস্ত হয়েছেন দুর্গতরা। ভয়াবহ এই দুর্ঘটনার রিপোর্ট তলব করেছেন মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।