কয়লা পাচারকাণ্ড: লালার বাড়িতে প্রোক্লেম অফেন্ডার নোটিশ সাঁটালো CBI

0
2

কয়লা ও গরু পাচারকাণ্ডে অন্যতম প্রধান অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালার বাড়িতে প্রোক্লেম অফেন্ডার নোটিশ সাঁটিয়ে দিল সিবিআই। লালার সল্টলেক ও পুরুলিয়ার বাড়িতে এই নোটিশ দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ে সিবিআই দফতরে হাজির না হলে তার সম্পত্তি বাজেয়াপ্ত করার সতর্কতা জারি করা হয়েছে এই নোটিশে।

কয়লা পাচারকাণ্ডের (Coal Smaglling) জাল দ্রুত গোটাতে চাইছে সিবিআই (CBI)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তৎপরতার সঙ্গে নিয়ম করে তল্লাশি অভিযান (Raid) যেমন শুরু করেছে, ঠিক একইভাবে এই পাচারকাণ্ডে অন্যতম অভিযুক্ত অনুপ মাজি (Anup Majhi) ওরফে লালার (Lala) সম্পত্তি বাজেয়াপ্ত করার দিকেও ঝুঁকছে তারা।

আরও পড়ুন:করোনার থেকে বেশি ভয়ঙ্কর বিজেপি: বিস্ফোরক নুসরত

সিবিআই চায়, লালাকে ঘোষিত অপরাধী হিসেবে আজ থেকে আসানসোল, জামুরিয়া, দুর্গাপুর-সহ বিভিন্ন জায়গায় পোস্টারিং শুরু হোক। এবং তেমনটাই হলো। এবং লালার সম্পত্তি বাজেয়াপ্ত করা নিয়েও আইনি প্রক্রিয়া শুরু করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

উল্লেখ্য, লালাকে কয়লা পাচারকাণ্ডে ইতিমধ্যে তিনবার নোটিশ দেওয়া হলেও সে হাজিরা দেয়নি। আদালতের নির্দেশে জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা (Arrest Warent)। এর আগে কয়লা পাচারকাণ্ডে রাজ্যের একাধিক জায়গায় তল্লাসি চালিয়েছেন কেন্দ্রীয় সংস্থার গোয়েন্দারা। লালার ঘনিষ্ঠ সহযোগীদের বাড়িতেও তল্লাশি চালিয়েছেন সিবিআই আধিকারিকরা। উঠে এসেছে একাধিক নথি-তথ্য। নাম এসেছে অনেক প্রভাবশালীর।

Advt