মকর সংক্রান্তিতে ঘুড়ির মাধ্যমে সরকারি কাজের প্রচার শ্রীরামপুরে

0
1

মকর সংক্রান্তি উপলক্ষে রাজ্য সরকারের উন্নয়নের কথা বাংলার মানুষের কাছে বেশি করে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ নিলেন শ্রীরামপুরের (Srirampur)প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। বৃহস্পতিবার, শ্রীরামপুর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সন্তোষ সিং (Santosh Singh) রাজ্য সরকারের উন্নয়নের কথা ছেপে সেই ঘুড়ি (Kite) বিলি করলেন এলাকায়।

মকর সংক্রান্তির দিনে রাজ্যে বিভিন্ন জায়গায় ঘুড়ি ওড়ানোর প্রচলন রয়েছে। সেই কথা মাথায় রেখে রাজ্যের তৃণমূল সরকারের উন্নয়নের খতিয়ান মানুষের কাছে বেশি করে তুলে ধরতে এই অভিনব উদ্যোগ সন্তোষ সিংয়ের। তাঁর মতে, ঘুড়ির মাধ্যমে প্রচারের সুবিধা হল ঘুড়ি আকাশে অনেক উপরে ওড়ে তাই সেটা কেটে যাওয়ার পরও অনেক দূরে মানুষের কাছে পৌঁছবে। তাই ঘুড়ির মাধ্যমে রাজ্যের উন্নয়নমূলক কাজের কথাও অনেক মানুষের মধ্যে পৌঁছানো সম্ভব হবে। মকর সংক্রান্তির দিন প্রাক্তন কাউন্সিলরের এই অভিনব উদ্যোগকে প্রশংসা করেছেন তৃণমূল নেতৃত্ব।

আরও পড়ুন:*ভস্মীভূত বাগবাজার হাজারি বস্তিতে নমুনা সংগ্রহে ফরেন্সিক টিম*

Advt