?সেনসেক্স ৪৯,৫৮৪.১৬ (⬆️ ০.১৯%)
?নিফটি ১৪,৫৯৫.৬০ (⬆️ ০.২১%)
ফের ঊর্ধ্বমুখী দেশের শেয়ারবাজার। বুধবারের পতনের ধাক্কা সামলিয়ে বৃহস্পতিবার বিনিয়োগকারীদের খুশি করে আবারও ঊর্ধ্বে উঠলো সেনসেক্সের সূচক। এদিনের বাজার রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) ৯১.৮৪ পয়েন্ট বা ০.১৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৯,৫৮৪.১৬। এনএসই নিফটি (NSE Nifty) ৩০.৭৫ পয়েন্ট বা ০.২১ শতাংশ বেড়ে হয়েছে ১৪,৫৯৫.৬০। স্বাভাবিকভাবেই গতকালের ধাক্কা সামলিয়ে এদিন শেয়ারবাজার ফর্মে ফেরার খুশি দেশের বিনিয়োগকারীরা।
আরও পড়ুন:‘বাংলা-ইউপিতে বিজেপিকেই সাহায্য করবেন ওয়েইসি’, বলেই দিলেন সাক্ষী মহারাজ
প্রসঙ্গত, সেনসেক্স, সংবেদনশীলতার সূচক হিসাবেও পরিচিত। এটি বিএসই লিমিটেডের মাপকাঠি সূচক এবং ভারতের সর্বাধিক বহুল ট্র্যাকড ইক্যুইটি গেজ।