কুয়াশার দাপট, কমছে তাপমাত্রা, কনকনে ঠান্ডা উত্তরবঙ্গে

0
1

কুয়াশার (Fog) দাপট চলছেই। পাল্লা দিয়ে কমছে দিনরাতের তাপমাত্রাও। উত্তরের কনকনে বাতাসের জেরে রাস্তায় আর পাঁচটা বুধবারের চেয়ে ভিড় অনেক কম। দার্জিলিঙে (Darjeeling) রাতের তাপমাত্রা প্রায় শূন্যের কাছাকাছি চলে যাচ্ছে অপেক্ষাকৃত উঁচু এলাকায়। সিকিমেও (Sikkim) তাই।

সিকিমের কেন্দ্রীয় আবহাওয়া বিভাগের অধিকর্তা গোপানীথ রাহা (Gopinath Raha) জানান, আরও কয়েকদিন শীতের তীব্রতা থাকবে। তবে মঙ্গলবারের তুলনায় শিলিগুড়ি-সহ উত্তরবঙ্গের সমতলে কুয়াশা একটু কম। বিমান চলাচলও স্বাভাবিক হয়েছে। কিন্তু, রোদের দেখা নেই উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। পাহাড়ে তো দুপুরের মধ্যেই রাস্তা চলে যাচ্ছে ঘন কুয়াশার মোড়কের আড়ালে। কোচবিহার থেকে মালদহ, বালুরঘাট থেকে আলিপুরদুয়ার, শিলিগুড়ি-জলপাইগুড়ি, সর্বত্রই কিন্তু ঠান্ডার হাত থেকে বাঁচতে দেখা গিয়েছে প্রায় একই দৃশ্য। রাস্তার ধারে, চায়ের দোকানের সামনে কাঠকুটো জ্বালিয়ে শরীর গরম রাখার চেষ্টা।

আরও পড়ুন-কাল মকরসংক্রান্তিতে ই-স্নান চলবে রাজ্যজুড়ে

Advt