তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ কেডি সিং কে বুধবার গ্রেফতার করল ইডি। দিল্লি থেকে তাকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বিদেশে তিনি প্রচুর টাকা পাচার করেছেন এই অভিযোগে গ্রেফতার করেছে তাকে। ধৃত কেডি সিং অ্যালকেমিস্ট- এর কর্ণধার। বেআইনি আর্থিক লেনদেন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে । কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, আজই তাকে আদালতে পেশ করা হবে।
সূত্রের খবর, বছরখানেক আগেই অর্থ মন্ত্রকের অধীন ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (এফআইইউ) কাছ থেকে একটি রিপোর্ট এসেছিল ইডি-র হাতে। দিল্লিতে ইডি-র সদর দফতরে সেই রিপোর্ট খোলার পরেই চোখ কপালে ওঠে গোয়েন্দাদের। ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডের অস্টিন ফিউচার্স নামের একটি সংস্থার সঙ্গে চিনের একটি বিমা সংস্থার বিপুল আর্থিক লেনদেন সম্পর্কে বিস্তারিত তথ্য ছিল ওই রিপোর্টে। সেখানে বলা হয়েছে অস্টিন ফিউচার্স সংস্থাটি এএক্সএ চায়না রিজিয়ন ইনস্যুরেন্স কোম্পানিতে ৩০ মিলিয়ন ডলার লগ্নি করেছে। ইনভেস্টমেন্ট-লিঙ্কড পলিসি কেনার মাধ্যমে এই লগ্নি করা হয়েছে। ভারতীয় অর্থে এই লগ্নির মূল্য প্রায় ১৮০ কোটি টাকা।
যদিও এই লগ্নি নিয়ে কোনও সদুত্তর ও তথ্য প্রমাণ দেখাতে পারেন নি কে ডি সিং।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.