পৌষেই গরমে নাজেহাল অবস্থা হচ্ছিল রাজ্যবাসীর। তবে এখনই গরম নয়। হাওয়া অফিস আগেই জানিয়েছিল এখনই শীত যাচ্ছে না। মকর সংক্রান্তির আগেই ফের নামতে শুরু করল পারদ। কথা মতোই আজ ভোর থেকেই শীতের আমেজ কলকাতায়। একধাক্কায় তাপমাত্রা নেমেছে ৩ ডিগ্রি।
পৌষের শেষে থাকছে ঠান্ডাই। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন ঠান্ডা থাকছে বঙ্গে। মকর সংক্রান্তিতে রাজ্যে কনকনে ঠান্ডা থাকবে। ফের রাজ্যে ঢুকছে উত্তুরে হাওয়া।
হাওয়া অফিস সূত্রে খবর, সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৭ ডিগ্রি সেলসিয়াস বেশি। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস। যা কি না, গত ১০ বছরের জানুয়ারির সর্বোচ্চ তাপমাত্রার নিরিখে তৃতীয় স্থানে।
আরও পড়ুন-ভাড়া বৃদ্ধির দাবিতে সরব সমতল থেকে পাহাড়ের ছোট গাড়ির চালকরা






























































































































