জনস্বার্থে ফের বন্ধ হতে চলেছে ব্যস্ততম শিয়ালদহ উড়ালপুল বা বিদ্যাপতি সেতু। ইস্ট–ওয়েস্ট মেট্রোর সুড়ঙ্গ যাবে এই ব্রিজের নীচ দিয়ে। সেই সুড়ঙ্গ খোঁড়ার জন্য আগামী ১৫ থেকে ১৯ তারিখ, শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে উড়ালপুল। শুক্রবার রাত ১১টা নাগাদ বন্ধ হয়ে উড়ালপুল খুলবে মঙ্গলবার সকাল ৬টায়।
প্রসঙ্গত, বউবাজার থেকে শিয়ালদহ পর্যন্ত সুড়ঙ্গ খোঁড়ার কাজ শেষ। এবার শিয়ালদহ থেকে বউবাজার পর্যন্ত সুড়ঙ্গ খোঁড়া শুরু হবে। সুড়ঙ্গ খোঁড়ার সময় কোনওরকম দুর্ঘটনা এড়াতেই সেতু বন্ধ রাখার পদক্ষেপ।

বিকল্প রুট হিসেবে এই ৫দিন দক্ষিণ কলকাতার দিক থেকে আসা গাড়ি এজেসি বোস রোড হয়ে শিয়ালদহ পৌঁছবে। এবং উত্তর কলকাতা থেকে আসা গাড়িগুলি রাজাবাজার মোড় থেকে ফুলবাগান, নারকেলডাঙা মেইন রোড, বেলেঘাটা হয়ে শিয়ালদহ পৌঁছবে। উত্তর কলকাতাগামী গাড়িগুলি মৌলালি, এসএন ব্যানার্জি রোড, ডোরিনা ক্রসিং হয়ে সেন্ট্রাল অ্যাভিনিউ, বিবেকানন্দ রোড ধরবে। দক্ষিণ কলকাতাগামী গাড়িগুলি মালিকতলা থেকে আমহার্স্ট স্ট্রিট, বিবি গাঙ্গুলি স্ট্রিট হয়ে লেনিন সরণির দিকে যাবে বলে কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে জানা গিয়েছে।
আরও পড়ুন- ‘শিশির অধিকারীর বিজেপি-যোগ শুধুমাত্র সময়ের অপেক্ষা’, জল্পনা বাড়ালেন মুকুল
 
 
 
 





























































































































