পাঁচ জন বাংলাদেশী রোহিঙ্গাকে (Rohingya) গ্রেফতার করল নিউ জলপাইগুড়ি স্টেশনের রেল পুলিশ। ধৃতদের পাঁচ জনের মধ্যে জনের মধ্যে ৩ জন পুরুষ ও ২ জন মহিলা। রেল পুলিশ সূত্রে খবর, ধৃতরা হল আব্দুল মল্লিক, সোফিয়া বেগম, ইনায়াত রহমান, মহম্মদ হাসান এবং সামসিরা বেগম। সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

সূত্রের খবর, গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে এনজিপি (NJP) স্টেশন থেকে ধৃত ওই ৫ জনকে গ্রেফতার করা হয়। জানা গিয়েছে, ধৃতরা বাংলাদেশের কাটুকফালাং রোহিঙ্গা ক্যাম্প থেকে ১০ জানুয়ারি পালিয়ে যায়। এরপর ইন্দো- বাংলাদেশ সীমান্ত পার করে ত্রিপুরার আগরতলা পৌঁছায়। সেখান থেকে ভুয়ো পরিচয় দিয়ে অনলাইনে টিকিট কাটে। ১১ জানুয়ারি রাতে আগরতলা থেকে ট্রেনে উঠে দিল্লির উদ্দেশ্যে রওনা দেয়। ধৃত ওই পাঁচ জনের জম্মুতে যাওয়ার পরিকল্পনা ছিল। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন- মেট্রোর কাজের জন্য ১৫ থেকে ১৯ জানুয়ারি বন্ধ ব্যস্ততম শিয়ালদহ উড়ালপুল
 
 
 
 
 




























































































































