ফের একবার করোনায় ( covid 19) আক্রান্ত হলেন সাইনা নেহওয়াল( saina nehwal) । তাইল্যান্ড ওপেন ( thailand open) খেলতে গিয়ে করোনায় আক্রান্ত হন এই ব্যাডমিন্ট খেলোয়াড়। করোনায় আক্রান্ত হন এস প্রণয়ও (H s prannoy ) ।

মঙ্গলবার থেকে শুরু হচ্ছে তাইল্যান্ড ওপেন। তার আগেই সাইনা নেহওয়াল এবং এস প্রণয়কে মৌখিক জানানো হয় এই দুই ব্যাডমিন্ট খেলোয়াড় করোনা আক্রান্ত। নিজেই টুইট করে এই কথা জানান সাইনা। টুইটারে সাইনা লেখেন,” এখনও আমি রিপোর্ট পাইনি। আমাকে মৌখিক ভাবে জানানো হয়েছে আমি করোনা সংক্রমিত।”
সোমবার তৃতীয়বারের জন্য করোনা পরীক্ষা করা হয় সাইনা নেহওয়াল, এস প্রণয়ের। মঙ্গলবার ম্যাচের আগে জানানো হয় সাইনার রিপোর্ট পজিটিভ এসেছে। এর ফলে তাইল্যান্ড ওপেন থেকে ছিটকে যান এই দুই তারকা। ১০ দিন ব্যাংকক হাসপাতালে কোয়ারান্টিনে থাকবেন সাইনা নেহওয়াল এবং এস প্রণয়।
আরও পড়ুন:ব্রিসবেন টেস্ট থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরাহ




































































































































