কন্যাশ্রী না পাওয়ায় ‘দুয়ারে সরকার’-এ বিক্ষোভ

0
1

ক্যাম্পে কন্যাশ্রী না পাওয়ায় বিক্ষোভ ছাত্রীদের। হরিপালের (Haripal) নালিকুল কিঙ্করবাটী কৃষি উচ্চ বিদ্যালয়ে ‘দুয়ারে সরকারে’র (Duware Sarkar) ক্যাম্প হয় সোমবার। সেই ক্যাম্পে গিয়ে পোস্টার (Poster) হাতে বিক্ষোভ শুরু করে ছাত্রীরা। তাদের অভিযোগ, ২০১৯ সালের এপ্রিল মাসে কন্যাশ্রীর (Kanyashree) জন্য আবেদন করেছিল তারা।

বিক্ষোভকারী ছাত্রী মাম্পি মাল বলেন, “যখন উচ্চমাধ্যমিক (Hs) পড়ি তখন কন্যাশ্রীর জন্য আবেদন করি আমরা ৫১ জন ছাত্রী।বর্তমানে আমরা কলেজে দ্বিতীয় বর্ষে পড়ি। এখনো কন্যাশ্রী পাইনি। ব্লক থেকে জেলা বিধায়ক থেকে শিক্ষা দফতরের সর্বত্র ঘুরেছি, যেখানেই গেছি বলছে টেকনিক্যাল ফল্টের কারণে হচ্ছে না। আবার কখনো বলেছে একমাস পর হবে। সেই একমাস এখনো হয়নি”। দুয়ারে সরকারে প্রথম দুটো ক্যাম্পেও আমরা আবেদন জানায় তারা। সেখানেও কোনো লাভ হয়নি। তাই স্কুলে এদিন তৃতীয় ক্যাম্পে বিক্ষোভ দেখান তারা।

আরও পড়ুন:গুগল সার্চেই মিলছে হোয়াটসঅ্যাপের ব্যক্তিগত তথ্য! কী জানাচ্ছেন হোয়াটসঅ্যাপ প্রধান

এই ঘটনায় অবশ্য সরকারি তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া না গেলেও জেলা প্রশাসন সূত্রে খবর, এই সমস্য ব্যাঙ্কের। খুব শীঘ্রই ছাত্রীরা কন্যাশ্রীর টাকা পেয়ে যাবে।

Advt