এবার বর্ণবিদ্বেষী মন্তব্যের তীব্র প্রতিবাদ করলেন বিরাট কোহলি( virat kohli)। তৃতীয় টেস্টে (3rd test) শেষ তিনদিন ধরে ভারতীয় ক্রিকেটারদের উদ্দেশ্যে বর্ণবিদ্বেষী মন্তব্য করে কিছু দর্শক। এবার সেই নিয়ে মুখ খুললেন বিরাট।
এদিন টুইট করে বিরাট বলেন, ” বর্ণবিদ্বেষী মন্তব্য কোনও মতেই গ্রহণযোগ্য নয়। গ্যালারি থেকে অনেক লজ্জাজনক মন্তব্য করা হয়েছে। এরকম অনেক ঘটনা কানে এসেছে। এ ধরনের ঘটনার কোন ক্ষমার নেই। কড়া হাতে অভিযুক্তদের শাস্তি দিতে হবে।”
বর্ণবিদ্বেষী মন্তব্য নিয়ে কড়া সমলোচনা করলেন অস্ট্রেলিয়া কোচ জাস্টিন ল্যাঙ্গার। ম্যাচ শেষে তিনি বলেন, ” যারা আমাকে চেনে, তারা জানে আমি এই ধরনের ঘটনা কতটা ঘৃণা করি। বিশ্বের অন্যান্য জায়গায় এই ধরনের জিনিস দেখেছি। কিন্তু অস্ট্রেলিয়াতে এই ধরনের ঘটনা দেখে খুব খারাপ লাগছে। ”
আরও পড়ুন:সোমবার আইএসএলে এটিকে এমবির মুখোমুখি মুম্বই সিটি এফসি