শীতের আমেজ মেখে ঘুরতে গিয়েছিলেন সুন্দরবন। কিন্তু কখনও ভাবেন নি এভাবে রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পাবেন। কিন্তু বাস্তবে সেই ঘটনাই ঘটলো। পর্যটকদের ক্যামেরায় ধরা পড়লো তিন তিনটি রয়েল বেঙ্গল টাইগারের ছবি । শনিবার বিকেলে এমনই এক বিরল ঘটনার সাক্ষী থাকল সুন্দরবনের দোবাঁকি। কুয়াশাঘেরা ম্যানগ্রোভ অরণ্যে একসঙ্গে তিন তিনটি রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা পেলেন পর্যটকরা।
পর্যটকরা জানিয়েছেন, তাঁরা দেখেছেন নদী পারাপার করছে তিন তিনটি রয়্যাল বেঙ্গল টাইগার। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এ ধরনের দৃশ্য প্রায় বিরল। বাঘের দেখা পেয়ে
খুশিতে আত্মহারা হয়ে যান পর্যটকরা। নদী পারাপারের ঘটনাকে ক্যামেরা বন্দি করেছেন তারা। ভিড়ের কারণে, শব্দে সাধারণত দূরেই থাকে বনের পশুরা। তবে লকডাউনে মানুষের আনাগোনা কমেছে। তাই বাঘবাবাজিরাও দর্শন দিলেন অনেকক্ষণ ধরেই।

































































































































