নতুন তিন কৃষি আইন(farmers law) নিয়ে বিজেপির (bjp)সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে (jp nadda)কার্যত হুঁশিয়ারি দিলেন পার্থ চট্টোপাধ্যায়(Partha Chatterjee)। পার্থবাবু এদিন বলেন, কৃষকদের একদিকে অপমান করবেন আবার তাঁদের মন জয় করবেন তা হয় না।
বঙ্গসফরে এসে জেপি নাড্ডা পূর্ব বর্ধমানের কাটোয়ার মুস্থূলি গ্রামের কৃষক মথুরা মণ্ডলের বাড়িতে মধ্যাহ্নভোজন করেন। ভোজনের ভাত, ডাল, রুটি, সবজি সাধারণ যে কোনো ভারতীয় নাগরিকের খাওয়া। কিন্তু সর্বভারতীয় প্রতিটি সংবাদমাধ্যমের ক্যামেরায় দেখা গিয়েছে যে নাড্ডা যখন মাটিতে আসন পেতে খেতে বসেছিলেন তখন তাঁর পিছনে একটি মিনারেল ওয়াটারের বোতল রাখা ছিল। সেই ছবি দেখেই পার্থ বাবু বিজেপি সভাপতিকে ব্যঙ্গ করে বলেছেন , এই দেখুন, ,”পর্যটকরা নিজেদের সাথে ফটোশুটের জন্য দামি মিনারেল ওয়াটারের বোতল নিয়ে এসেছে। যারা পাঁচতারা হোটেলের খাবার ছাড়া থাকতে পারেনা তাদের থেকে আর কি আশা করা যায়”?