সোমবার আইএসএলে( isl) পরবর্তী ম্যাচে খেলতে নামছে এটিকে মোহনবাগান( Atk Mohunbagan)। প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি ( Mumbai city fc)। হাই ভোল্টেজ ম্যাচে জিততে মরিয়া বাগান ব্রিগেড।
শেষ ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডকে হারিয়ে এই মুহুর্তে বেশ চার্জডআপ বাগান শিবির। ৯ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে হাবাসের ( habas) দল। সোমবার মুম্বইয়ের বিরুদ্ধে জিতে লিগ টেবিলে শীর্ষে যেতে মরিয়া এটিকে এমবি। শেষ ম্যাচে বেঙ্গালুরু এফসিকে ৩-১ গোলে হারিয়েছে মুম্বই সিটি এফসি। দুরন্ত ফর্মে ফোনড্রে, হুগো বুমোসরা। এই মুহূর্তে লিগ টেবিলের শীর্ষে মুম্বই। তাই তো সোমবারের ম্যাচে নামার আগে সর্তক হাবাস। মুম্বইয়ের অ্যাটাক চিন্তায় রাখছে বাগানের স্প্যানিশ কোচকে। তাই তো ম্যাচের আগের দিন অনুশীলনে দলের ডিফেন্সে জোর দেন তিনি।
এদিকে শেষ ম্যাচ থেকে আবারও গোলে ফিরেছেন রয় কৃষ্ণা ( Roy Krishna)। এই মরশুমেও সর্বোচ্চ গোলদাতার দৌড়ে রয়েছেন তিনি। মুম্বই ম্যাচে নামার আগে সর্তক ফিজির এই তারকা ফুটবলার। তবে মুম্বই ম্যাচে দল জিততে বলে আশা করছেন কৃষ্ণা। মুম্বই ম্যাচে তিন পয়েন্ট লক্ষ্য বাগানের প্রানভোমরার।
আরও পড়ুন:সৈয়দ মুস্তাক আলি টি-২০র প্রথম ম্যাচে ৯ উইকেটে জয় বাংলার