আইসিসিতে বোর্ডের প্রতিনিধি জয় শাহ, জানালেন এক বোর্ড কর্তা

0
3

বিসিসিআইয়ের(Bcci) হয়ে আইসিসিতে( Icc) প্রতিনিধিত্ব করবেন জয় শাহ( jay shah)। রবিবার এক সংবাদ সংস্থাকে এমনটাই জানালেন বোর্ডের এক কর্তা। গত ২৪ ডিসেম্বর বোর্ডের বার্ষিক সাধারণ সভায় আলোচনার অন‍্যতম বিষয় ছিল যে, ভবিষ্যতে বিসিসিআইয়ের হয়ে কে আইসিসি তে কে প্রতিনিধিত্ব করবেন। রবিবারই তা পরিষ্কার হয়ে যায়।

এতদিন আইসিসির বোর্ড মিটিং এ বিসিসিআইয়ের হয়ে প্রতিনিধিত্ব করতেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। কিন্তু কয়েক দিন আগেঅসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। এই মুহূর্তে বাড়িতে বিশ্রামে আছেন মহারাজ। তাই বিসিসিআই সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরিবর্তে, বোর্ড সচিব জয় শাহকে আইসিসিতে প্রতিনিধি হিসাবে বেছে নেন।

আরও পড়ুন:সোমবার আইএসএলে এটিকে এমবির মুখোমুখি মুম্বই সিটি এফসি

Advt