সৈয়দ মুস্তাক আলি টি-২০র প্রথম ম‍্যাচে ৯ উইকেটে জয় বাংলার

0
2

সৈয়দ মুস্তাক আলি টি-২০( syed mushtaq ali T-20) অভিযান জয় দিয়ে শুরু করল বাংলা ( Bengal)। রবিবার তারা ৯ উইকেটে হারাল ওড়িশা( odisha) কে। বাংলার হয়ে চার উইকেট নেন ঈশান পোড়েল ( ishan porel) । অর্ধশতরান করেন বিবেক সিং (vivek singh)।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় বাংলা। প্রথমে ব‍্যাট করতে নেমে ১১৩ রানে গুটিয়ে যায় ওড়িশা। ওড়িশার হয়ে ৩৭ রান করে রাজেশ ডুপের। ৩২ রান করে অনিকেত যাদব। বাংলার হয়ে চার উইকেট নেন ঈশান পোড়েল। দুটি করে উইকেট নেন আকাশদীপ এবং মুকেশ কুমার।

জবাবে ব‍্যাট করতে নেমে এক উইকেট হারিয়ে সহজে জয় তুলে নেয় বাংলা। বাংলার হয়ে দুরন্ত ব‍্যাটিং বিবেক সিং এর। ৫৪ রানে অপরাজিত তিনি। ৩৪ রান করে অপরাজিত শুভঙ্কর বাল। ম‍্যাচ জিতে দলের বোলিং লাইনের প্রশংসা করলেন বাংলার অধিনায়ক অনুষ্টুপ মজুমদার। ১২ জানুয়ারি বাংলার দ্বিতীয় ম‍্যাচ ঝাড়খণ্ডের বিরুদ্ধে।

আরও পড়ুন:ব্রিসবেনে চতুর্থ টেস্ট খেলা নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়াকে শর্ত বিসিসিআইয়ের

Advt