একুশের বিধানসভা ভোটের আগে সরগরম রাজ্য-রাজনীতি। তারমধ্যে দল বদলের হিড়িক পড়েছে এ বাংলায়। ২১ বছরের দল তৃণমূল কংগ্রেস (TMC) ত্যাগ করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরে বিজেপিতে (BJP) যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাই ভোটের আগের নজরে নন্দীগ্রাম। শনিবারই শুভেন্দুর অফিসে হামলার অভিযোগ ওঠে। অফিসে হামলার পর এবার এক যুবকের ব্য়াগ থেকে বোমা উদ্ধার করল পুলিশ। জানা গিয়েছে, ওই যুবক বিজেপির কর্মী।
রবিবার সকালে ওই যুবককে স্থানীয় কেন্দেমারী গ্রাম পঞ্চায়েত এলাকার ঘোরাঘুরি করতে দেখা গিয়েছে। সেই সময় হোসেনপুরে একটি মাঠে ফুটবল ম্যাচ চলছিল। জানা গিয়েছে, ওই যুবকের নাম সমীরণ গিরি। ওই মাঠের চারপাশে ওই যুবককে ঘুরতে দেখে সন্দেহ করেন সেখানে উপস্থিত থাকা তৃণমূলকর্মীরা। তাঁরা জানিয়েছেন, সমীরণের বুকে বিজেপির ব্যাজ লাগানো ছিল। তল্লাশির পর ওই যুবকের ব্যাগ থেকে দুটি বোমা উদ্ধার করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এরপর সমীরণ গিরিকে আটক করে পুলিশ। বোমা দুটি নিষ্ক্রিয় করা হয় সঙ্গে সঙ্গে। বিজেপির (BJP) পাল্টা দাবি, নন্দীগ্রামে (Nandigram) নোংরা রাজনীতি শুরু করেছে তৃণমূল (TMC)। নিরীহ যুবককে মিথ্যা মামলায় ফাঁসিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করা হচ্ছে।
আরও পড়ুন-বিরল দৃশ্যের সাক্ষী পর্যটকরা, ৩ টি রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা মিলল সুন্দরবনে






























































































































