ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকির (Abbas Siddiqui) সঙ্গে দেখা করলেন কংগ্রেস (Congress) নেতা আব্দুল মান্নান (Abdul Mannan)। আর মাত্র কয়েকদিন তারপরেই নিজের দল ঘোষণা করতে পারেন আব্বাস। এরইমধ্যে পূর্ব ঘোষণা অনুযায়ী মান্নান দেখা করলেন সিদ্দিকির সঙ্গে। কিছুদিন আগেই মিম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি এসেছিলেন পশ্চিমবঙ্গে (West Bengal)। বৈঠক করেছেন সিদ্দিকির সঙ্গে। তবে কংগ্রেস নেতা মান্নান তাঁর সঙ্গে দেখা করতে যাওয়া জল্পনা বেড়ে গিয়েছে।
২১ জানুয়ারি নতুন দল ঘোষণা করার কথা ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকির। তিনি জানিয়েছেন, আরও ১০ দলের সঙ্গে কথা চলছে, সে দিন কোনও নতুন ফ্রন্টেরও ঘোষণা হতে পারে।
তবে কি বঙ্গ-রাজনীতিতে চতুর্থ মেরুর জন্ম হবে সিদ্দিকির নেতৃত্বে তৈরি দলের হাত ধরে? নাকি, ইতিমধ্যে তৈরি কোনও দলেই যোগ দেবেন সিদ্দিকি? তা এখনও জানা যাচ্ছে না। তবে এদিন মান্নান আব্বাসের সঙ্গে বেশ কিছু সময় এদিক অববাহিত করেন। পরে তিনি বলেন, “আলোচনা হয়েছে। আমদের মতো আব্বাসও ভাবছেন বাংলার মানুষ তৃণমূল আর দেশের মানুষ বিজেপি-র দ্বারা প্রতারিত হয়েছে। তাই তৃণমূল-বিজেপি দুই দলকেই সরাতে হবে। নতুন দল করছেন আব্বাস। দলের কী নাম হয় দেখা যাক, কোনও ধর্মীয় নাম হলে আমরা থাকব না। জোট হবে কি না, তা ঠিক করবেন প্রদেশ নেতৃত্ব। আলোচনা করতে হবে বাম নেতৃত্বের সঙ্গেও।”
অন্যদিকে ত্বহা সিদ্দিকি (Twaha Siddiqui) কড়া নিন্দা করেছেন আব্বাসের দল গড়া নিয়ে। ত্বহার কথায়, “আব্বাস যেদিন দল ঘোষণা করবে সেটি কালো দিন হবে ফুরফুরার কাছে। পীরজাদারা রাজনীতি করেন না। তাঁরা ধর্মগুরু। তাঁদের কাছে সকলে আসে।”
আরও পড়ুন-দেশে কৃষক আন্দোলন ছড়ানোর উপায় বের করতে আজ বৈঠকে সোনিয়া