প্রথম কোভিড ভ্যাকসিন পেলেন বলিউডের এই অভিনেত্রী

0
2

সমগ্র বিশ্ববাসী এখন শুধু কোভিড ভ্যাকসিনের (Covid Vaccine) অপেক্ষায়। গতকাল থেকে ভারতে (India) শুরু হয়েছে করোনা টিকার ড্রাই রান। তবে বলিউড থেকে সর্বপ্রথম করোনাভাইরাসের (Coronavirus) ভ্যাকসিন পেলেন অভিনেত্রী শিল্পা শিরোদকর (Shilpa Shirodkar)। নিজের ইনসটাগ্রাম (Instragram) প্রোফাইলে তাঁর কোভিড ভ্যাকসিন নেওয়ার কথা জানিয়েছেন। তার সঙ্গে নিজের একটি ছবিও পোস্ট করেছেন তিনি। অভিনেত্রী যে ছবি পোস্ট করেছেন তাতে দেখা যাচ্ছে, তাঁর মুখে মাস্ক এবং হাতে ছোট একটি ব্যান্ডেজ আটকানো রয়েছে।

দীর্ঘদিন ধরে দুবাইতে (Dubai) থাকেন শিল্পা। সেখান থেকেই টিকা নিয়েছেন। তিনিই প্রথম বলিউড অভিনেত্রী যিনি করোনা টিকা নিলেন। ১৯৮৯ সালে ‘ভ্রষ্টাচার’ ছবির মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন শিল্পা। প্রথম ছবিতেই মিঠুন চক্রবর্তী এবং রেখার সঙ্গে অভিনয় করেন তিনি। এ ছাড়াও ‘এক মুঠঠি আসমান’, ‘সিলসিলা প্যায়ার কা’-র মতো বিখ্যাত ধারাবাহিকেও কাজ করেছেন তিনি। তিনি আপাতত শেষ কাজ করেছেন শেখর সুরির ‘গানস অব বেনারস’ ছবিতে। ছবিটি ২০১৪ সালে শ্যুট হলেও ২০২০ সালে রিলিজ করে। আঁখে ছাড়াও শিল্পাকে দেখা গিয়েছে কিষাণ কানহাইয়া, ত্রিনেত্র, হাম, দিল হি তো হ্যায়, পহচান, গোপী কিষাণ ও মৃত্যুদণ্ড-র মত জনপ্রিয় ছবিতে। তাঁর শেষ ছবি গজ গামিনী।

আরও পড়ুন-শাহরুখ ‘ভাই’কে রাখিতে নিমন্ত্রণ ‘দিদি’ মমতার

Advt