মুস্তাক আলির প্রথম ম‍্যাচে জয় চাইছেন অনষ্টুপ

0
1

রবিবার সৈয়দ মুস্তাক আলি টি-২০( syed mushtaq ali trophy ) টুর্নামেন্টে খেলতে নামছে বাংলা ( Bengal)। প্রতিপক্ষ ওড়িশা( Odisha)। প্রথম ম‍্যাচে জয় দিয়ে মুস্তাক আলি টি-২০ অভিযান শুরু করতে চান বাংলার অধিনায়ক অনুষ্টুপ মজুমদার( anustup majumdar)।

ঘরের মাঠে রবিবার প্রথম ম‍্যাচে প্রতিপক্ষ ওড়িশা। বিপক্ষ দলের বিরুদ্ধে নামার আগে সর্তক অনুষ্টুপের দল। তবে ওড়িশার বিরুদ্ধে জয় চাইছেন বাংলার অধিনায়ক। ম‍্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “এই ম‍্যাচের নামার জন‍্য আমরা মুখিয়ে আছি। ওড়িশা ভাল দল। কিন্তু আমরাও তৈরি। ”

একই কথা বললেন দলের আরেক ক্রিকেটার ইশান পোরেল। এদিন সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ” এই টুর্নামেন্টে নামতে আমরা তৈরি। এই মুহূর্তে দলের কম্বিনেশন বেশ ভাল। আশা করছি ওড়িশার বিরুদ্ধে জয় পাব আমরা।

আশাবাদী কোচ অরুণ লালও। দলের ব‍্যাটিং লাইন নিয়ে যথেস্ট আশাবাদী তিনি। অনুষ্টুপ মজুমদার, মনোজ তিওয়াড়ি, অভিমন‍্যূ ব‍্যাট মুস্তাক আলিতে ভাল ফল করবে বলে মনে করছেন বাংলা কোচ অরুণ লাল।

আরও পড়ুন:তৃতীয় টেস্টের তৃতীয় দিনে মিনি হাসপাতালে পরিণত ভারতীয় দল

Advt