ব্রিসবেনে ( brisbane) চতুর্থ টেস্ট ( 4th test) নিয়ে শুরু হল সংশয়। করোনার( corona) কারণে শুক্রবার নতুন করে আরও তিনদিনের লকডাউন ( lokdown) জারি করল ক্যুইন্সল্যান্ড সরকার। যার ফলে প্রশ্নের মুখে ব্রিসবেনে চতুর্থ টেস্ট।

অস্ট্রেলিয়ার ( Australia ) এক সংবাদ সংস্থার সূত্রের খবর অনুযায়ী, এই তিনদিনের লকডাউনে প্রভাব ব্রিসবেন টেস্টে পড়বে কি না,তা খতিয়ে দেখছে ক্রিকেট অস্ট্রেলিয়া( cricket Australia)। তবে এখনও পযর্ন্ত কোন চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি তারা।
ইতিমধ্যেই কঠোর জৈব সুরক্ষা বলয় নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়াকে চিঠি দিয়েছে বিসিসিআই ( bcci)। যাতে কঠোর জৈব সুরক্ষা বলয় নিয়ম শিথিল করে ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে নতুন করে এই লকডাউন কিন্তু চিন্তায় ফেলছে ক্রিকেট অস্ট্রেলিয়াকে।
আরও পড়ুন:অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৪২ রানে পিছিয়ে ভারতীয় দল, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪ উইকেট জাদেজার




































































































































