আজ শুক্রবার দ্বিতীয় দফার মহড়া, রাজ্যে আসছে করোনা ভ্যাকসিনের ৬ লক্ষ ডোজ

0
1

আজ শুক্রবার দ্বিতীয় দফার মহড়ায় রাজ্যে আসছে করোনা ভ্যাকসিন (Corona Vaccine)কোভিশিল্ড(covishield)। বৃহস্পতিবার এ কথা ঘোষণা করেছেন রাজ্যের মুখ্য স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী। প্রথম পর্যায়ে ৬ লক্ষ ডোজ আসছে রাজ্য। প্রাথমিকভাবে ভ্যাকসিন রাখা হবে বাগবাজার সেন্ট্রাল মেডিক্যাল স্টোরে। সেখানে ২ থেকে ৮ ডিগ্রি তাপমাত্রার কোল্ড চেন সিস্টেমে সুরক্ষিত থাকবে ভ্যাকসিনগুলি। এখান থেকেই ভ্যাকসিন সরবরাহ করা হবে পূর্বাঞ্চলের সব রাজ্যে।
প্রতি জেলায় তিনটি করে কেন্দ্রে হবে ড্রাই রান। জেলার মেডিক্যাল কলেজগুলি ছাড়াও আরও দুটি কেন্দ্রে চলবে টিকাকরণের মহড়া।

আরও পড়ুন- হল না আসন রফা, যৌথ কর্মসূচির হিসেব কষেই শেষ বাম-কংগ্রেস বৈঠক
স্বাস্থ্য ভবন সূত্রে জানা গিয়েছে , শুক্রবার কলকাতার সব মেডিক্যাল কলেজে হবে ড্রাই রান। এছাড়াও কলকাতা পুরসভার ২৩১ নম্বর ওয়ার্ডের ক্লিনিকেও হবে মহড়া।
শুধু পশ্চিমবঙ্গ নয়, দেশের অন্যান্য সব রাজ্য ও কেন্দ্রশাশিত অঞ্চলেও শুক্রবার হবে ভ্যাকসিনের ড্রাই রান। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন বলেছেন, সব রাজ্য ও কেন্দ্রশাশিত অঞ্চলে ড্রাই রানের জন্য ১.৭ লক্ষ ভ্যাকসিনেটর ও ৩ লক্ষ টিম প্রস্তুত রয়েছে।
শুক্রবারের মহড়ায় কেন্দ্রের ‘কোউইন’ (CoWin) অ্যাপ ডাউনলোড করার পদ্ধতি দেখানো হবে প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীদের। সাধারণ মানুষের সুবিধার জন্য অ্যাপটি এনেছে কেন্দ্র। যাঁরা করোনার টিকা নিতে আগ্রহী, তাঁরা এই অ্যাপে রেজিস্ট্রেশন করে আবেদন জানাতে পারবেন। শুক্রবার অ্যাপটি সচল হবে।