১) জঘন্য রেফারিং নিয়ে এবার সরব হলো এসসি ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট। রেফারিং নিয়ে এফএসডিএলকে চিঠি দিল তারা।

২) শনিবার আইএসলের পরবর্তী ম্যাচে বেঙ্গালুরু এফসি বিরুদ্ধে খেলতে নামছে এসসি ইস্টবেঙ্গল। কার্ড দেখায় মাঠে থাকবেন না লাল-হলুদ কোচ রবি ফাউলার।
৩) বরফ গলতে শুরু করেছে। সব কিছু ঠিক থাকলে মহামেডান স্পোর্টিং সঙ্গে থেকে যাওয়ার সম্ভাবনা ইনভেস্টার বাঙ্কারহিলের।
৪) ঋষভ পন্থের ক্যাচ ফেলা নিয়ে সমলোচনা করলেন প্রাক্তন অস্ট্রেলিয়া ক্রিকেটার রিকি পন্টিং।দুবার পুকোভস্কির ক্যাচ ফেলেন ঋষভ।
৫) ১০ তারিখ থেকে শুরু হচ্ছে সৈয়দ মুস্তাক আলি টি-২০। সেই টুর্নামেন্টে নামার আগে দলকে সর্তক করে দিলেন বাংলার অধিনায়ক অনুষ্টুপ মজুমদার।
আরও পড়ুন:ব্রেকফাস্ট নিউজ




































































































































