চাঙ্গা শেয়ারবাজার, এক লাফে ৬৮৯ পয়েন্ট বাড়ল সেনসেক্স

0
1

? সেনসেক্স ৪৮,৭৮২.৫১ (⬆️ ১.৪৩%)

?নিফটি ১৪,৩৪৭.২৫ (⬆️ ১.৪৮%)

দু’দিন টানা পতনের পর শুক্রবার ফের ঘুরে দাঁড়ালো শেয়ারবাজার। শুক্রবারের বাজার রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) ৬৮৯.১৯ পয়েন্ট বা ১.৪৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৮,৭৮২.৫১। এনএসই নিফটি (NSE Nifty) ২০৯.৯০ পয়েন্ট বা ১.৪৮ শতাংশ বেড়ে হয়েছে ১৪,৩৪৭.২৫।

আরও পড়ুন:তিন দিনের লকডাউনে জেরে প্রশ্নের মুখে ব্রিসবেনে চতুর্থ টেস্ট

প্রসঙ্গত, সেনসেক্স, সংবেদনশীলতার সূচক হিসাবেও পরিচিত। এটি বিএসই লিমিটেডের মাপকাঠি সূচক এবং ভারতের সর্বাধিক বহুল ট্র্যাকড ইক্যুইটি গেজ।

Advt