সরকারি পরিষেবা পৌঁছে দিতে এবার ১০০ % উপস্থিতির নির্দেশিকা জারি নবান্নের

0
1

বেসরকারি অফিসের মত এবার অফিস চালু করার প্রস্তুতি শুরু হয়েছে নবান্নেও (Nabanna)। এতদিন পর্যন্ত অর্ধেক কর্মী দিয়ে অফিস চললেও, এবার, সপ্তাহে পাঁচ দিনই সকলকে নিয়ে কাজ চালু করতে চাইছে সরকার। ইতিমধ্যেই কৃষি দফতরের (Agricultural Department) সব কর্মীকে নিয়মিত হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার নির্দেশিকা জারি করে কৃষিসচিব সুনীল গুপ্ত জানিয়েছেন, রাজ্য সরকারের ‘দুয়ারে সরকার’ (Duare Sarkar) প্রকল্পে গ্রাম পঞ্চায়েতে, পুরসভার ওয়ার্ড-ভিত্তিক শিবিরে তিন দফায় পরিষেবা দেওয়া হচ্ছে। এইসব কর্মসূচিতে জেলাস্তরে পরিষেবা দেওয়ার জন্য লোক প্রয়োজন। পাশাপাশি, বাকি প্রকল্পগুলিতেও কাজ করার লোক প্রয়োজন। সেই কারণেই কাজে যোগ দিতে বলা হয়েছে সব কর্মীকেই। চুক্তি-কর্মীদেরও অফিসে হাজিরা দিতে বলা হয়েছে।

আরও পড়ুন : জল্পনা বাড়ালেন শমীক, বিশ্রাম সম্পূর্ণ হলেই সৌরভ ও লক্ষ্মী একসঙ্গে নেট প্র্যাকটিস করবেন!

করোনা পরিস্থিতিতে কম পরিমাণ লোক নিয়ে কাজ হয়েছে। কিন্তু এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। সেই কারণেই আবার সপ্তাহে পাঁচ দিন কাজ চালুর কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছেন কৃষিসচিব সুনীল গুপ্ত।

Advt