অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাতা রাজনৈতিক ফাঁদে পা দিয়েছেন শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari) । শুভেন্দু বিজেপিতে যোগ দেওয়ার পরে তৃণমূল সাংসদ তাঁকে উদ্দেশ্য করে বলেছিলেন, ‘‘আগে নিজের বাড়িতে পদ্ম ফুটিয়ে দেখান”। এরপরেই এক ভাইকে বিজেপি-তে যোগ করান শুভেন্দু। এই ঘটনাকে কটাক্ষ করে এদিন গঙ্গারামপুরের (Abhishek Banerjee) সভায় অভিষেক (Abhishek Banerjee) বলেন, ‘‘আমি বলার পরেই এক ভাইকে বিজেপিতে জয়েন করিয়েছে। বাকিদেরও কোয়রান্টিনে পাঠিয়ে দিয়েছে। ভালই হয়েছে। আমাদের চিহ্নিত করতে সুবিধা হয়েছে।’’
অভিষেক বলেন, এরা হচ্ছে ‘উপসর্গহীন করোনা’। এরপর তৃণমূল (Tmc) সাংসদ শুভেন্দুকে উদ্দেশ্য করে বলেন, “তার মানে তোমার বাড়িতে আরও উপসর্গহীন রোগী আছে”।
রাজনীতি হল মস্তিষ্ক আর স্নায়ুর খেলা। সেই ব্রেন গেমেই শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ ছোড়েন অভিষেক। সেই ফাঁদে পা দেন বিজেপি (Bjp) নেতা। এরফলে শেষ মুহুর্তে কারা তৃণমূল ছেড়ে বেরতে পারে সেই প্রকাশ্যে এলো বলেই মনে করছে রাজনৈতিক মহল।
আরও পড়ুন : চোরেরা সব এখন বিজেপিতে: বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে মন্তব্য অভিষেকের




































































































































