পথশ্রীর প্রচারে বহিষ্কৃত তৃণমূল নেতা, এলাকায় ক্ষোভ

0
1

হুগলির চণ্ডীতলা বিধানসভার গড়লগাছা পঞ্চায়েতের প্রধান মনোজ সিংহকে (Manoj Singha) আমফন (Amphan) দুর্নীতিতে নাম জড়ানোর কারণে দল থেকে বহিষ্কার করেছিল তৃণমূল নেতৃত্ব। কিন্তু বুধবার (Wednesday) দেখা যায় বহিষ্কৃত তৃণমূলের (Tmc) পঞ্চায়েত প্রধানকে সঙ্গে নিয়ে পথশ্রী প্রকল্পের অনুষ্ঠান করছেন জেলাপরিষদের পূর্ত কর্মাধক্ষ সুবীর মুখোপাধ্যায় (Subir Mukharjee)। তার প্রতিবাদে চণ্ডীতলা এলাকার বিভিন্ন জায়গায় পোস্টার মেরে প্রতিবাদে সামিল হয় বিজেপি।

আরও পড়ুন:বাম-কংগ্রেস-আব্বাস জোট ? জল্পনা উসকে শুক্রবার ফুরফুরায় আবদুল মান্নান

মূলত আমফনের ক্ষতিপূরণ দেওয়ার সময় গড়লগাছা পঞ্চায়েত প্রধান মনোজ সিংহের বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি সেই ক্ষতিপূরণের তালিকায় তাঁর স্ত্রীর নাম নথিভুক্ত করিয়েছেন। সেই খবর প্রকাশ্যে আসতেই তাঁকে দল থেকে বহিষ্কার করে তৃণমূল। কিন্তু ফের বহিষ্কৃত তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে সঙ্গে নিয়ে পূর্তকর্মাধক্ষ অনুষ্ঠান করায় প্রশ্ন উঠতে শুরু করেছে, পরোক্ষ ভাবে তৃণমূল কি সেই দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে ফেলছে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই ক্ষুব্ধ এলাকাবাসী। সরব হয়েছে বিজেপির (Bjp) নেতা-কর্মীরাও।

Advt