কেন এভাবে নিজের ওপর অত্যাচার করলেন অমিতাভ বচ্চন?

0
1

এই বয়সে এ কী করলেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। যা চমকে দিল তাঁর পরিবার, এমনকী ভক্তদেরও। এই তো কয়েকদিন আগেই করোনায় (Covid19) আক্রান্ত হয়ে তিনি ভর্তি ছিলেন হাসপাতালে। সুস্থ হওয়ার কিছুদিনের মধ্যেই আবার কেন এসব..!!

জানতে চান তিনি কী করেছেন?

বুধবার সোশ্যাল মিডিয়ায় (Twitter) বিগ বি এমন কিছু বলেছেন যা দেখে ফ্যানেরা অত্যন্ত চিন্তায় পড়ে গিয়েছেন৷ ট্যুইটারে তিনি জানিয়েছেন তিনি সম্প্রতি লাদাখ (Leh-Ladakh) ঘুরে এসেছেন, যেখানে তাপমাত্রা বর্তমানে -৩৩ ডিগ্রি।

এমনিতেই সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ সিনিয়র বচ্চন। প্রায় প্রতিদিনই নিয়ম করে টুইট বা ইনস্টাগ্রামে (Instagram) পোস্ট করেন তিনি। নিজের মনের কথা জানান। ভক্তরাও অতি আগ্রহে সেগুলির জন্য অপেক্ষা করে। সেরকমই তাঁর এই লাদাখ ভ্রমণ নিয়েও বেশ উদ্বিগ্ন সকলেই। তাঁর সুস্থতা কামনা করেছেন ভক্তরা।

আরও পড়ুন : সম্মানীয় ব্যক্তিকে চোর অপবাদ অনুষ্কা শর্মার, কী করেছিলেন তিনি?

Advt