- আজকের গঙ্গারামপুরের সভা সব রেকর্ড ভেঙে দিয়েছে।
- বিজেপিকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে।
- বহিরাগতদের বিদায় করতে হবে।
- 2019 এ যে পদ্ম ফুটিয়ে ছিলেন সেগুলোকে জলে বিসর্জন দিয়ে দিন।
- ভোটের সময় বিজেপি আসে।
- উন্নয়নের সময় তৃণমূল পাশে থাকে।
- কোন দেশ ভারতের ভূখণ্ডে অধিকার করলে ইঞ্চিতে ইঞ্চিতে তার জবাব দিতে হবে কেন্দ্রকে।
- চোরেরা বিজেপিতে ঢুকছে।
- চাটুকারিতা আর তল্পিবাহকতা করতে করতে এরা এমন জায়গায় পৌঁছেছে যে বাংলাকে গুজরাটের হাতে তুলে দিচ্ছে। এর বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে।
- তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করতে হবে।
- চলবে না অন্যায়, টিকবে না ফন্দি, জনগণের আদালতে হতে হবে বন্দি।
- আমরা যে কাজ করেছি তার উন্নয়নের রিপোর্ট প্রকাশ করেছে।
- নরেন্দ্র মোদিকে চ্যালেঞ্জ করছি আপনার সাত বছরের রিপোর্ট প্রকাশ করুন।
- বাংলা জীবন দিতে প্রস্তুত, তারা মাথা নত করবে না।
- বাংলার কৃষ্টি-সংস্কৃতি কিছু জানে না বিজেপি।
- যারা রবীন্দ্রনাথকে সম্মান করে না, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙ্গে, তাদের জবাব দেবেন না।
- যারা বাংলা লিখতে পারে না, পড়তে পারে না, তারা বাংলা শাসন করবে?।
- আমার বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ করতে পারলে, আমি নিজেই ফাঁসির মঞ্চে চলে যাব।
- আমি নাম করে বলছি কৈলাস বিজয়বর্গীয়, অমিত শাহ বহিরাগত।
- আমি নাম করে বলছি আকাশ বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ গুন্ডা।
- নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর জীবন যাপন বদলে গিয়েছে।
- মমতা বন্দ্যোপাধ্যায়ের 10 বছর হল মুখ্যমন্ত্রী হয়েছেন তাঁর জীবনধারা এতোটুকু বদলাইনি।
- ঘাস যত কাটবে তত বাড়বে।
- বুকের পাটা থাকলে আমাকে জেলে ঢুকিয়ে দেখাও।
- মমতা বন্দ্যোপাধ্যায় আবার তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হবেন।
- যারা বাংলাকে কলুষিত করেছে, তাদের কড়ায়-গণ্ডায় বাংলার মানুষ জবাব দেবে।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.