সবাই ছিল অপেক্ষায়। উডল্যান্ডস (Woodlands) হাসপাতালের বাইরে ছিল ফ্যানক্লাবের মেম্বারদের ভিড়। হাসপাতলে লেখা হয়ে গিয়েছিল ডিসচার্জ (Discharge) সার্টিফিকেট। মহারাজকে বাড়ি নিয়ে আসতে পৌঁছে গিয়েছিলেন ডোনা গঙ্গোপাধ্যায়ও (Dona Ganguli)। কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্ত বদল করলেন স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguli)। বুধে নয়, বৃহস্পতিবার বাড়ি ফিরবেন তিনি।

হাসপাতাল সূত্রে খবর, শারীরিক কোনও সমস্যা নেই সৌরভের। তাঁকে ছাড়ার বিষয়ে তাদের তরফে কোনও নিষেধাজ্ঞা নেই। বুধবার রাতে ভাল ঘুমিয়েছেন। সকালে ব্রেকফাস্ট খান। শরীরের সমস্ত প্যারামিটার স্বাভাবিক রয়েছে। তাঁকে এদিনই হাসপাতাল থেকে ছাড়া হবে বলে জানানো হয়। সকালেই হাসপাতালে যান ডোনা। হাসপাতালের বাইরে ছিলেন দাদার ভক্তরা। এমনকী, সংবাদ মাধ্যমের সামনে সৌরভ যদি কিছু বলতে চান তার জন্য তৈরি ছিল পোডিয়াম। কিন্তু বেলা বাড়তে হাসপাতালের তরফে জানানো হয়, আরও একদিন থাকতে চান মহারাজ। সেই মতো সাংবাদিকদের জানান, ডাঃ সপ্তর্ষি বসু (Saptarshi Basu)।
বুধবারও একদফা ইসিজি (ECG) হওয়ার কথা সৌরভ গঙ্গোপাধ্যায়ের। ১৪ দিন পর পরীক্ষার জন্য ফের তাঁকে আসতে হবে হাসপাতালে। এরপর বাকি দুটি স্টেন্ট (Stant) বসানোর সিদ্ধান্ত নেওয়া হবে বলে হাসপাতাল সূত্রে খবর।
আরও পড়ুন:তৃতীয় টেস্টের প্রস্তুতিতে রোহিত




































































































































