৯ জানুয়ারি কাটোয়ায় সভা করে কৃষক পরিবারে মধ্যাহ্নভোজ ko সারবেন জেপি নাড্ড

0
2

আগামী ৯ জানুয়ারি রাজ্যে আসবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা (J P Nadda)। পূর্ব বর্ধমান ( East burdwan)জেলার কাটোয়ার মুস্থুলি গ্রামে জনসভা করবেন। দলীয় জনসভার পাশাপাশি জেলায় আরও কিছু কর্মসূচিতে অংশ নিতে পারেন তিনি।

কাটোয়ার কাছারি রোডে বিজেপির (BJP office) দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে নাড্ডার সফরসূচি জানালেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার।সোমবার 8জেপি নাড্ডার সভার প্রস্তুতি খতিয়ে দেখেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক তথা এ রাজ্যের দলের-সহ পর্যবেক্ষক অরবিন্দ মেনন। সঙ্গে ছিলেন সুকান্ত মজুমদার-সহ দলের জেলার অন্যান্য নেতৃত্ব। অরবিন্দ মেনন মুস্থুলি গ্রামে জনসভাস্থল পরিদর্শনে যান। দলীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার মুস্থুলি গ্রামে বিজেপির একটি জনসভা হওয়ার কথা ছিল। ওই সভায় শুভেন্দু অধিকারী (subhendu adhikari)থাকবেন বলে জানানো হয়েছিল। কিন্তু তা বাতিল হয়েছে। তার পরিবর্তে ৯ জানুয়ারি জেপি নাড্ডা সভা করবেন বলেই ঠিক হয়েছে।

৯ জানুয়ারি সভার আগে জেপি নাড্ডা কাটোয়ার(katwa) গৌরাঙ্গবাড়িতে পুজো দেবেন। সেখান থেকে মুস্থুলি গ্রামে এক কৃষকের বাড়িতে মধ্যাহ্নভোজন সারবেন।”

Advt