ফের স্বভাবসিড মেজাজে দিলীপ ঘোষ (Dilip Ghosh)। আবারও “মারের বদলা মার” হুঁশিয়ারি রাজ্য বিজেপির (BJP) সভাপতির কণ্ঠে। রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপি নেতা-কর্মীদের উপর হামলার বদলা নেওয়ার হুঁশিয়ারিও দেন দিলীপ ঘোষ। আজ, মঙ্গলবার যাদবপুরের (Jadavpur) সুলেখা মোড়ে চা-চক্রে যোগ দিয়ে রাজ্য বিজেপি সভাপতি বলেন, “মারের বদলা মার দেওয়া হবে। যার যেরকম ওষুধ লাগবে তাকে তেমনটাই ট্রিটমেন্ট দেওয়া হবে। এইসব অত্যাচার কিছুতেই সহ্য করা হবে না।”

হুমকি দিয়েই চুপ থাকেননি দিলীপ ঘোষ। রাজ্যের নতুন প্রকল্পগুলি নিয়ে সুর চড়ান দিলীপ। তাঁর দাবি, রাজ্য সবটাই করছে ভোটের আগে দলের প্রচারের জন্য। দিলীপ ঘোষের কথায়, “রাজ্যের কোনও প্রকল্পের সুবিধাই কেউ পায় না। এসব ভোটের আগে পাবলিসিটির জন্য ঘোষণা করা। মানুষ জানে তাঁরা কিছুই পাবে না। স্বাস্থ্যসাথী কার্ডের এত প্রচার। কতজন পেয়েছে?”
কিষান নিধি প্রকল্প নিয়ে রাজ্যকে একহাত নেন বিজেপি সভাপতি। বিদ্রুপের সুরে তিনি বলেন, “মুখ্যমন্ত্রীর জন্যই রাজ্যের কৃষকরা বঞ্চিত হয়েছেন। এবার রাজ্য তথ্য যাচাই করবে বলেছে। আমার সন্দেহ, সেখানে আদৌ আসল কৃষকদের নাম থাকবে নাকি তৃণমূল নেতাদের!”
আরও পড়ুন:পুজো দেবেন, ডুয়ার্সে ৫০০ কিলোমিটার চষে ফেলবেন অভিষেক, উদ্দীপ্ত তৃণমূল




































































































































