বারমুডা ট্রায়াঙ্গল থেকে ফের নিখোঁজ জাহাজ, নিখোঁজদের উদ্দেশ্যে প্রার্থনা

0
2

প্রযুক্তিগত উৎকর্ষে বিশ্ব অনেক দূর এগিয়ে গেলেও আজ পর্যন্ত এ রহস্যের কিনারা করতে পারেনি কেউ। বারমুডা ট্রায়াঙ্গল (Bermuda Triangle) যেন এক দুর্ভেদ্য রহস্য। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা (Florida, USA) ও বাহামার (Bahama Islands) মধ্যবর্তীতে অবস্থিত এই দ্বীপের আশেপাশে এলেই উধাও হয়ে যায় জাহাজ। অতীতে তো বটেই, ফের এই ধরণের ঘটনা ঘটেছে বারমুডা ট্রায়াঙ্গলে।

কয়েকদিন আগেই ২০ জন যাত্রী নিয়ে নিখোঁজ হয়েছে মাকো কুদদি নামের একটি কেবিন জাহাজ (Ship)। যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড সূত্রে খবর, সোমবার বিমিনি দ্বীপ ত্যাগ করে, প্রায় ৮০ মাইল (১৩০ কিলোমিটার) দূরে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় ফ্লোরিডা অঙ্গরাজ্যের লেক ওয়ার্থে পৌঁছানোর কথা ছিল জাহাজটির। মঙ্গলবারও না ফেরায়, জাহাজটির খোঁজে তল্লাশিতে নামে কোস্টগার্ড। পরের তিন দিন প্রায় ৮৪ ঘন্টা উভয় দেশের যৌথ টিম সমুদ্রের ১৭ হাজার বর্গ মাইল (৪৪,০০০ কিলামিটার) এলাকায় আকাশ পথে এবং সমুদ্রে অনুসন্ধান চালানো হয়। বাধ্য হয়েই তারপর অনুসন্ধান বন্ধ করে দেয় তারা।

আরও পড়ুন : ৮০ বছরের ন্যান্সি পেলোসি ফের মার্কিন স্পিকার পদে নির্বাচিত

নিখোঁজদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সপ্তম জেলা ক্যাপ্টেন স্টিফেন ভি বার্ডিয়ান। তাঁদের জন্য প্রার্থনা করবেন বলে জানিয়েছেন তিনি। নিখোঁজদের কোনও খোঁজ পেলে, যত তাড়াতাড়ি সম্ভব তাঁদের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে কোস্টগার্ডের তরফে।

Advt