করোনা ভীতিকে পিছনে ফেলে দেশের অর্থনীতির বাজার যে ক্রমশ ঊর্ধ্বমুখী সে খবর আগেই দিয়েছিল রয়েছে ব্যাংক। প্রতিদিনের শেয়ারবাজারের রিপোর্টে এবার দেখা যাচ্ছে তারই প্রতিফলন। গত কয়েক দিন ধরে একটানা ঊর্ধ্বমুখী ভারতের শেয়ার বাজার। বুধবার অতীতের সব রেকর্ড ভেঙে ৪৮০০০-এর গণ্ডি পার করে ফেলল সেনসেক্স। বিনিয়োগকারীদের জন্য যা নিশ্চিত ভাবে স্বস্তির খবর।

গতকাল ভারতের দুটি করোনা ভ্যাকসিনকে ছাড়পত্র দিয়ে দেওয়া হয়েছে। এর ঠিরপর বাজার খুলতেই সোমবার তার প্রতিফলন দেখা গেল শেয়ারবাজারে দ্রুতগতিতে এদিন ৪৮০০০ এর গণ্ডি পার করে ফেলল সেনসেক্স। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) ৩০৭.৮২ পয়েন্ট বা ০.৬৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৮,১৭৬.৮০।
আরও পড়ুন:কোভিড পরিস্থিতিতে গঙ্গাসাগর মেলায় যাচ্ছেন না মুখ্যমন্ত্রী
থেমে ছিল না নিফটিও। বাজার খোলার সঙ্গে সঙ্গেই হুরমুড়িয়ে বাড়তে থাকে এনএসই নিফটি (NSE Nifty)র সূচকও। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, সোমবার ১১৪.৪০ পয়েন্ট বা ০.৮২ শতাংশ বেড়ে নিফটি গিয়ে পৌঁছয় ১৪,১৩২.৯০। নিফটির ক্ষেত্রেও এই সংখ্যাটা কার্যত রেকর্ড। রিপোর্ট বলছে ব্যাংকিং সেক্টর, অটোমোবাইল আইটি সহ একাধিক ক্ষেত্রে বিপুল বিনিয়োগ হয়েছে এ দিন।


































































































































